এক লাখ ইয়াবাসহ যুবক আটক

2 months ago 9

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. শহিদ (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার (২১ জুন) ভোরে উপজেলার ঘুমঘুম ইউপির জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শহিদ কক্সবাজারের উখিয়ার এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প- ৮ ইস্ট, ব্লক-বি ৭৪, আশ্রয়কেন্দ্রের হোসেন আহমদের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমঘুম বিওপির একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় শহিদ নামে ওই যুবক ব্যাগ কাঁধে করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাকে আটক করে ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

নয়ন চক্রবর্তী/জেডএইচ/জিকেএস

Read Entire Article