এক সপ্তাহের উচ্চতা ছুঁয়ে এবার কমল স্বর্ণের দাম

শক্তিশালী ডলার এবং যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি নতুন করে মূল্যায়নের প্রভাবে বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার মধ্যেই এ দরপতন দেখা যায়। রয়টার্সের খবরে বলা হয়েছে, স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৬১ দশমিক ৫১ ডলারে নেমে এসেছে। সেশনের শুরুতে স্বর্ণ এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠলেও পরে দর কমে যায়। এর আগে গত ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছিল। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ৫ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৭১ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, নতুন বছরের শুরুতে অস্থির লেনদেনের পর বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদি মুনাফা তুলে নিচ্ছেন। বিশেষ করে ভেনেজুয়েলার পরিস্থিতি নতুন করে মূল্যায়নের কারণে স্বর্ণের দামে চাপ সৃষ্টি হয়েছে। নেমো-মানির প্রধান বাজার বিশ্লেষক জেমি দুত্তা বলেন, পরিস্থিতি এখনো অনিশ্চিত থাকায় স্বল্পমেয়াদে মুনাফা গ্রহণ স্বাভাবিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৬ জান

এক সপ্তাহের উচ্চতা ছুঁয়ে এবার কমল স্বর্ণের দাম

শক্তিশালী ডলার এবং যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি নতুন করে মূল্যায়নের প্রভাবে বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার মধ্যেই এ দরপতন দেখা যায়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৬১ দশমিক ৫১ ডলারে নেমে এসেছে। সেশনের শুরুতে স্বর্ণ এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠলেও পরে দর কমে যায়। এর আগে গত ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছিল। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ৫ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৭১ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, নতুন বছরের শুরুতে অস্থির লেনদেনের পর বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদি মুনাফা তুলে নিচ্ছেন। বিশেষ করে ভেনেজুয়েলার পরিস্থিতি নতুন করে মূল্যায়নের কারণে স্বর্ণের দামে চাপ সৃষ্টি হয়েছে। নেমো-মানির প্রধান বাজার বিশ্লেষক জেমি দুত্তা বলেন, পরিস্থিতি এখনো অনিশ্চিত থাকায় স্বল্পমেয়াদে মুনাফা গ্রহণ স্বাভাবিক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৬ জানুয়ারি) জানান, যুক্তরাষ্ট্রের অবরোধে ভেনেজুয়েলায় আটকে থাকা সর্বোচ্চ ৫ কোটি ব্যারেল তেল পরিশোধন ও বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ওয়াশিংটন ও ভেনেজুয়েলা সরকারের মধ্যে সমন্বয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা বৈশ্বিক বাজারে প্রভাব ফেলেছে।

এদিকে ডলার সূচক দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে উচ্চ অবস্থানে থাকায় স্বর্ণসহ ডলারে মূল্য নির্ধারিত ধাতু কিনতে ব্যয় বেড়েছে। ফেডারেল রিজার্ভের গভর্নর স্টিফেন মিরান এ বছর সুদহার কমানোর প্রয়োজনীয়তার কথা বললেও রিচমন্ড ফেডের প্রেসিডেন্ট থমাস বারকিন তথ্যভিত্তিক ও ‘সূক্ষ্ম’ সিদ্ধান্তের ওপর গুরুত্ব দিয়েছেন। বাজারে চলতি বছরে দুই দফা সুদহার কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। রুপার দাম ২ দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৭৯ দশমিক ৪০ ডলারে নেমেছে। প্লাটিনাম ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৭ দশমিক ৫৬ ডলার এবং প্যালাডিয়াম ৪ দশমিক ৫ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৭৪০ দশমিক ১২ ডলারে লেনদেন হয়েছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow