এক সেঞ্চুরিতে ৮০ ধাপ উন্নতি ‘বেবি এবির’

3 weeks ago 12
দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা ডেওয়াল্ড ব্রেভিস অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া সেঞ্চুরির পর আইসিসি টি–টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দারুণ অগ্রগতি করেছেন। দ্বিতীয় টি–টোয়েন্টিতে মাত্র ৪১ বলে শতক পূর্ণ করা ব্রেভিস দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে কম বয়সে টি–টোয়েন্টি শতকের কীর্তি গড়েন। বুধবার জোহানেসবার্গে টসে হেরে প্রথমে ব্যাট করে ব্রেভিসের ব্যাটিং ঝড়ে ২০ ওভারে ২১৮/৭ রান তোলে প্রোটিয়ারা। ৫৬ বলে অপরাজিত ব্রেভিসের ১২৫ রানের ইনিংসে আসে ১২টি চার ও ৮টি ছক্কা। ফাফ ডু প্লেসির ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ১১৯ রানের ইনিংসকে ছাড়িয়ে গেলেন তিনি, যা এখন দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। একইসঙ্গে ডেভিড মিলারের পর দ্বিতীয় দ্রুততম (৩৫ বল) সেঞ্চুরির মালিকও হলেন এই ডানহাতি ব্যাটার। এই ইনিংসের পর আইসিসি টি–টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ব্রেভিস এক লাফে ৮০ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন, রেটিং পয়েন্ট ৬১৪। ম্যাচ সেরা নির্বাচিত হয়ে দলের ৫৩ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। চতুর্থ উইকেটে ট্রিস্টান স্টাবসের (২২ বলে ৩১) সঙ্গে ৫৭ বলে ১২৬ রানের জুটি গড়েন ব্রেভিস, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জুটি। অস্ট্রেলিয়ার হয়ে বেন ডওয়ারশুইস (২/২৪) ও গ্লেন ম্যাক্সওয়েল (২/৪৪) দুটি করে উইকেট নেন। জবাবে অস্ট্রেলিয়া ১৭.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয়। টিম ডেভিড ২৪ বলে ৫০ রান করে দলের হয়ে সর্বোচ্চ সংগ্রহ করলেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। দক্ষিণ আফ্রিকার হয়ে করবিন বোশ (৩/২০) ও কুয়েনা মাফাকা (৩/৫৭) তিনটি করে উইকেট নেন। এই জয়ে সিরিজ ১–১ সমতায় ফেরায় দক্ষিণ আফ্রিকা। এদিকে র‌্যাঙ্কিংয়ে ভারতের তিলক ভার্মা এক ধাপ এগিয়ে ৮০৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন, আর টিম ডেভিড টানা দুটি অর্ধশতকের পর ছয় ধাপ উঠে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।
Read Entire Article