একই গ্রুপে পড়ল ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা কখন

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর প্রথম পর্বে কাদের বিপক্ষে লড়তে হবে ব্রাজিলকে তা জানা গেছে। কনমেবল আয়োজিত ড্রতে গ্রুপ ‘বি’-তে পড়েছে ব্রাজিল যেখানে তাদের সঙ্গে রয়েছে চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনাও। এছাড়া পেরু, ইকুয়েডর ও বলিভিয়াও একই গ্রুপে। টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে প্যারাগুয়েকে নির্বাচিত করেছে কনমেবল। অন্যদিকে, গ্রুপ ‘এ’-তে রয়েছে স্বাগতিক প্যারাগুয়ে, কলম্বিয়া, ভেনেজুয়েলা, চিলি ও উরুগুয়ে। দুই গ্রুপ থেকে শীর্ষ ৩টি করে দল উঠবে চূড়ান্ত পর্বে। ফাইনাল রাউন্ডের সেরা চার দল সুযোগ পাবে ২০২৬ সালের ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে। আগামী বছরের ৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র চ্যাম্পিয়ন ব্রাজিল, যারা এখন পর্যন্ত মোট ১০ বার শিরোপা জিতেছে—২০০৪, ২০০৬, ২০০৮, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০২২ ও ২০২৪ সালে। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে কোচ কামিলা অরল্যান্ডো ও তার কোচিং স্টাফ নভেম্বরে অংশগ্রহণকারী দুটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলান। আর্জেন্টিনার ইজেইজা শহরে স্বাগতিক আর্জেন্টিনার সঙ্গে গো

একই গ্রুপে পড়ল ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা কখন
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর প্রথম পর্বে কাদের বিপক্ষে লড়তে হবে ব্রাজিলকে তা জানা গেছে। কনমেবল আয়োজিত ড্রতে গ্রুপ ‘বি’-তে পড়েছে ব্রাজিল যেখানে তাদের সঙ্গে রয়েছে চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনাও। এছাড়া পেরু, ইকুয়েডর ও বলিভিয়াও একই গ্রুপে। টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে প্যারাগুয়েকে নির্বাচিত করেছে কনমেবল। অন্যদিকে, গ্রুপ ‘এ’-তে রয়েছে স্বাগতিক প্যারাগুয়ে, কলম্বিয়া, ভেনেজুয়েলা, চিলি ও উরুগুয়ে। দুই গ্রুপ থেকে শীর্ষ ৩টি করে দল উঠবে চূড়ান্ত পর্বে। ফাইনাল রাউন্ডের সেরা চার দল সুযোগ পাবে ২০২৬ সালের ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে। আগামী বছরের ৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র চ্যাম্পিয়ন ব্রাজিল, যারা এখন পর্যন্ত মোট ১০ বার শিরোপা জিতেছে—২০০৪, ২০০৬, ২০০৮, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০২২ ও ২০২৪ সালে। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে কোচ কামিলা অরল্যান্ডো ও তার কোচিং স্টাফ নভেম্বরে অংশগ্রহণকারী দুটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলান। আর্জেন্টিনার ইজেইজা শহরে স্বাগতিক আর্জেন্টিনার সঙ্গে গোলশূন্য ড্র করার পর প্যারাগুয়েকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দেয় ব্রাজিলকে। এর আগে, অক্টোবরে গয়ানিয়ায় মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩-০ ও ১-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। তবে আরেকটি প্রীতি ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে পরাজিত হয় সেলেসাওরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow