একজনের মরদেহ উদ্ধার, পুলিশ-আনসারসহ নিখোঁজ ৫

3 months ago 85

বৈরি আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবে গেছে। এতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পুলিশ ও আনসার সদস্যসহ পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভাসানচর থেকে করিমবাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রলারের বাকি ৩৩ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ইব্রাহীম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে ভাসানচর থেকে ছেড়ে এলে করিম বাজার থেকে এক কিলোমিটার দূরে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে অসুস্থ রোহিঙ্গা নাগরিক, ভাসানচর থানার তিন পুলিশ সদস্য, আনসার ও এনজিও প্রতিনিধিসহ ৩৯ জন যাত্রী ছিলেন।

মো. ইব্রাহীম আরও বলেন, ট্রলারে থাকা ৩৩ যাত্রীকে জীবিত উদ্ধার এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নায়েক সাইফুল নামে এক পুলিশ ও হান্নান নামে এক আনসার ব্যাটালিয়ন সদস্যসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/জেআইএম

Read Entire Article