একটি দল ফায়দা লুটতে মুক্তিযোদ্ধাদের হাইজ্যাক করেছে : নুরুদ্দিন অপু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, মুক্তিযুদ্ধ কোনোভাবেই বিতর্কিত নয়। গত ১৭ বছর ধরে একটি দল নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মুক্তিযোদ্ধাদের হাইজ্যাক করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। নুরুদ্দিন অপু বলেন, বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা প্রতিষ্ঠিত একটি দল। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল। সেই ঐতিহাসিক সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই। এ দেশের অন্যকোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতারা সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন না। সেই দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই একমাত্র দল, যার প্রতিষ্ঠাতা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ছিলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান ও মর্যাদা রক্ষায় বিএনপি সব সময় আন্তরিক। কিন্তু

একটি দল ফায়দা লুটতে মুক্তিযোদ্ধাদের হাইজ্যাক করেছে : নুরুদ্দিন অপু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, মুক্তিযুদ্ধ কোনোভাবেই বিতর্কিত নয়। গত ১৭ বছর ধরে একটি দল নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মুক্তিযোদ্ধাদের হাইজ্যাক করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

নুরুদ্দিন অপু বলেন, বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা প্রতিষ্ঠিত একটি দল। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল। সেই ঐতিহাসিক সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই। এ দেশের অন্যকোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতারা সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন না। সেই দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই একমাত্র দল, যার প্রতিষ্ঠাতা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ছিলেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান ও মর্যাদা রক্ষায় বিএনপি সব সময় আন্তরিক। কিন্তু দুঃখজনকভাবে একটি দল দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের দলীয়করণ করে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটেছে। এতে করে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং সমাজে বিভাজন সৃষ্টি হয়েছে।

অপু বলেন, বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য বাস্তবভিত্তিক ও সম্মানজনক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মুক্তিযোদ্ধা পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, বাসস্থান ও কল্যাণ নিশ্চিত করতে দলের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান এবং স্বাধীনতার ঘোষকের সন্তান হিসেবে তারেক রহমান মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ শ্রদ্ধাশীল এবং তাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছেন।

মতবিনিময় সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow