একটি প্রতীক দিতে না পারা কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

2 hours ago 4

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘যে কমিশন একটি প্রতীক দিতে পারে না সেই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনও হতে পারে না। আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি শাপলা প্রতীক পেয়ে আগামী নির্বাচনে অংশ নেবো।’

রোববার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে এনসিপি আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘যারা আইন তৈরি করেন এমন অনেকের সঙ্গে কথা বলেছি এনসিপিকে শাপলা প্রতীক দিয়ে আইনগত কোনো বাধা নেই। বাধা না থাকার কারণে আমরা শাপলা প্রতীক চেয়েছি। কিন্তু যখন আমরা দেখতে পাই তিনি কোন মুখে বলেন এ প্রতীকের জন্য তো আমরা আবেদন করি নাই। যে দিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিন আমরা শাপলা প্রতীক চেয়েছি। এখনও চেয়ে আসছি। কিন্তু বিগত কয়েক মাসে তিনি আমাদের বলেন নাই শাপলা প্রতীক নেই। কেন তারা এ সময়ে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করেন নাই।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের বিধি দেখিয়ে শাপলা প্রতীক দেয়নি। আমরা কমিশনের কাছে জানতে চাই তারা কোন আইনের ভিত্তিতে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না।’

সারজিস বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো রাস্তাঘাটে নেমে হাহাকার করতো। কর্মসূচি দিয়ে হাহাকার করতো। আমরা অনেক বড় বড় রাজনৈতিক দলের অফিস দেখেছি যে, অফিসের সামনে ১০ জন লোক দাঁড়ানোর মতো ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ তখন রাস্তায় নেমেছে যাদের ওপর জনগণ আস্থা রেখেছে। এখন যদি জনগণের ওই আস্থার প্রতিদান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দল না দেয় তাদের মতো করে আগামীতে যখন সুযোগ হবে জনগণ তার সুফল দেখাবে।’

জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফয়সনাল করিম সোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদ।

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম

Read Entire Article