একদিনে দুই দেশে দুই ম্যাচ খেলে বিপদে শানাকা

4 hours ago 5
ক্রিকেটের ইতিহাসে এমন নজির খুব বেশি নেই। একদিনে দুই দেশে দুইটি ম্যাচ খেলা! তবে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকার সেই 'বিস্ময়কর' কীর্তি এখন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তদন্তের আওতায়। অভিযোগ, দেশের ঘরোয়া ক্রিকেট ম্যাচ শেষ না করেই তিনি দুবাইয়ে গিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়েছেন। শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী ক্লাব সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) প্রথম শ্রেণির ম্যাচে অবনমন এড়াতে নিজেদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফিরিয়ে এনেছিল। শানাকা প্রথম দুই দিন ম্যাচ খেলেন, ২১ ওভার বল করে এক উইকেট নেন এবং ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩৯ রানে অপরাজিত থাকেন। কিন্তু বিতর্ক শুরু হয় তৃতীয় দিনে। শানাকা মাঠে নেমে বিধ্বংসী ব্যাটিং করেন, ১২৩ বলে ৮৭ রান যোগ করেন এবং তার ইনিংসে ৮৮ রানই আসে বাউন্ডারি থেকে! এরপরই ঘটে নাটকীয় ঘটনা—তিনি আর মাঠে নামেননি। অভিযোগ, ম্যাচ রেফারি ওয়েন্ডেল ল্যাবরুকে বলা হয়েছিল যে শানাকা কনকাশনে ভুগছেন, যাতে তার বদলি অনুমোদন করা হয়। কিন্তু কয়েক ঘণ্টা পরই দেখা যায়, দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছেন শানাকা! ১২ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ২১৭ রানে পৌঁছে দেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা নিশ্চিত করেছেন, এই বিষয়ে তদন্ত চলবে এবং এসএসসি নিজস্বভাবে বিষয়টি খতিয়ে দেখবে। এই ঘটনায় অনেকের মনে ২০০৮ সালে লাসিথ মালিঙ্গার কীর্তির কথা মনে পড়ে গেছে। মালিঙ্গা প্রথমে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন, পরদিন দেশে ফিরে ঘরোয়া ম্যাচে রেকর্ড গড়ে দেন। কিন্তু শানাকার ক্ষেত্রে অভিযোগ হলো, তিনি দেশের ম্যাচ শেষ না করেই লিগ খেলতে চলে গেছেন। এখন প্রশ্ন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড শানাকার বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেয়? শাস্তি নাকি সতর্কতা—শানাকার ভাগ্য নির্ধারণ করবে তদন্তের ফলাফল। তবে একদিনে দুই দেশে দুই ম্যাচ খেলার এই গল্প ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
Read Entire Article