একসঙ্গে আবারও তিন বন্ধু

3 weeks ago 16

দেশের জনপ্রিয় তিন অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান। ব্যক্তিজীবনে তারা একে অপরের ভালো বন্ধুও। একসঙ্গে বহু নাটকে করেছেন অভিনয়ও। এবার আরও একবার নাটকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। নাটকের নাম ‘শাদী মোবারক’। 

তিন বন্ধুর মধ্যে শামীম জামান অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক নির্মাণ করেন। তার পরিচালিত বেশিরভাগ নাটকেই অভিনেতা হিসেবে পাওয়া যায় অন্য দুই বন্ধুকে। সে সূত্রে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

সম্প্রতি শামীম জামান শুটিং শুরু করেছেন তার এই নতুন ধারাবাহিকের। আহাম্মেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। পূবাইলে শুরু হওয়া নাটকটির শুটিংয়ে তিন বন্ধুই অংশ নিয়েছেন।

নাটকটি নিয়ে শামীম জামান বলেন, ‘ধারাবাহিকটির মাধ্যমে আমরা তিন বন্ধু ফের কাজ শুরু করলাম। সাধারণ মানুষের জন্য সাধারণ গল্প নিয়েই নাটকটির গল্প এগোবে। আমার বিশ্বাস দর্শকরা ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন।’

এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন- জুঁই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয়রাজসহ অনেকেই। শিগগিরই মাছরাঙা টিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে।

Read Entire Article