একসঙ্গে পথচলা শুরু এলজি ও আকিজ ইনফোটেকের

3 months ago 8

একসঙ্গে পথচলা শুরু করেছে এলজি বাংলাদেশ ও আকিজ ইনফোটেক। গত বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর ক্রাউন প্লাজায় “Rise Together with LG” শিরোনামে এক অনুষ্ঠানের মাধ্যমে একসঙ্গে পথচলার ঘোষণা দেয় প্রতিষ্ঠান দুটি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এলজি বাংলাদেশের হেড অব মিডিয়া, হোম সলিউশন ও জিটিএম আশিকুল ইসলাম। তিনি বলেন, এলজির পথচলা সবসময়ই ছিল পার্টনারশিপের ভিত্তিতে। আমরা বিশ্বাস করি, একসঙ্গে এগিয়ে গেলে পথ অনেক সহজ হয়।

এরপর এলজির অত্যাধুনিক পণ্য ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরেন হেড অব বিটুবি ডিসপ্লে সলিউশন মো. রাবিউল আউয়াল।

অনুষ্ঠানের আরেক গুরুত্বপূর্ণ অংশ ছিল আকিজ ইনফোটেকের পরিচিতি পর্ব। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কথা বলেন হেড অব বিজনেস অপারেশন শওকত মিল্লাত এবং মূল বক্তব্য রাখেন আকিজ ইনফোটেকের সিইও জিএম কামরুল হাসান।

জিএম কামরুল হাসান বলেন, আমরা বিশ্বাস করি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সবার জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তুলতে পারি— আর এই যাত্রায় এলজির সঙ্গে থাকতে পারা আমাদের জন্য গর্বের।

অনুষ্ঠানে এলজির পক্ষ থেকে আকিজ ইনফোটেককে সম্মাননা জানানো হয়। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় ডিস্ট্রিবিউটরশিপ সার্টিফিকেট।

এরপর আকিজ ইনফোটেকের পক্ষ থেকে আকর্ষণীয় সেলস প্রমোশন ঘোষণা করা হয়, যা দেবে সেলস পারফর্মেন্সের ভিত্তিতে সেলসের সাথে যুক্ত কর্মীদের বিদেশ ভ্রমণের সুযোগ।

সন্ধ্যার শেষ পর্বে বক্তব্য রাখেন এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জেরাল্ড সুংহো চুন। তার বক্তব্যে উঠে আসে ভবিষ্যতের স্বপ্ন এবং একসঙ্গে এগিয়ে চলার প্রত্যয়।

তিনি বলেন, আমরা শুধু প্রযুক্তি বিক্রি করি না, আমরা মানুষের জীবনকে সহজ ও সুন্দর করার স্বপ্ন দেখি।

বিএ/এএসএম

Read Entire Article