একসঙ্গে ২ বৈদ্যুতিক স্কুটার আনছে হিরো

3 months ago 66

টু হুইলার সংস্থাগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে হিরো। অসংখ্য বাইক এনেছে বাজারে। বৈদ্যুতিক গাড়ি এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। সব সংস্থা তাদের বৈদ্যুতিক গাড়ি আনছে বাজারে। এবার বৈদ্যুতিক স্কুটারের নতুন দুই সংস্করণ আনছে বাজারে।

হিরো মোটোকর্পের ভিডা রেঞ্জের প্রিমিয়াম স্কুটার যেমন ভি২ লাইট, ভি২ প্লাস এবং ভি২ প্রো বাজারে আসছে। হিরো মোটোকর্প মূলত এসিপিডি মডেলে এই দুই স্কুটারের ডিজাইন করেছে অর্থাৎ যাকে বলা হয় অ্যাফর্ডেবল কস্ট প্ল্যাটফর্ম ফর ডেভেলপমেন্ট। এই প্ল্যাটফর্ম স্কুটারের দাম অনেক সাশ্রয়ী করবে এবং পেট্রোল স্কুটারের থেকে একে অনেক বেশি দক্ষ করে তুলবে।

অর্থাৎ এর মাধ্যমে গ্রাহকরা সহজেই খুব কম খরচে ভাল মানের বৈদ্যুতিক স্কুটার কিনতে পারবেন। বর্তমানে হিরো ভিডা মাসে ৭ হাজার ইউনিট স্কুটার তৈরি করতে পারে। তবে এই দুই নতুন মডেল বাজারে আসার পরে এই প্রোডাকশন ইউনিট সংখ্যা চলে যাবে ১৫ হাজারে। এর ফলে গ্রাহকদের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে ডেলিভারি দিতে পারবে হিরো ভিডা।

সাধারণ মানুষের মধ্যে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা ও উপলভ্যতা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে হিরো মোটোকর্প। রিপোর্ট অনুসারে এই হিরোর বৈদ্যুতিক স্কুটারের দাম হতে চলেছে ভারতে ৭০ হাজার রুপি। শিগগির বাজারে আসবে স্কুটারগুলো। এর বিস্তারিত ফিচার সম্পর্কে জানতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

কেএসকে/এমএস

Read Entire Article