ঢাকার পশ্চিম ধানমন্ডিতে একটি মাদ্রাসার ‘জামিয়া জান্নাতুল বানাত মাদ্রাসা দারুল ফুরকান’ প্রায় ৬০০ শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজি (বিএডি) এই কর্মসূচির আয়োজন করে।
এ সময় কর্মসূচিতে বলা হয়, স্ক্যাবিস একটি অত্যন্ত সংক্রামক চর্মরোগ, যা সারকোপ্টেস স্ক্যাবি নামক একটি ক্ষুদ্র জীবানুর সংক্রমণে হয়ে থাকে। এটি স্কুল/মাদ্রাসা/এতিমখানা/ডে কেয়ার সেন্টার, হাসপাতাল, কারাগার ও পরিবারে ঘনিষ্ঠভাবে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে সহজে ছড়িয়ে পড়ে। যদিও সহজেই এই রোগের চিকিৎসা এবং প্রতিরোধ করা যায় তবুও সময়মতো চিকিৎসা না করলে অনেক গুরুতর জটিলতা বিশেষ করে শিশুদের মধ্যে গুরুতর কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা হতে পারে। এটি এখন বাংলাদেশে মহামারির মতো পরিস্থিতি বিরাজ করছে।
কর্মসূচিতে সহায়তা করেছে ইন্টারন্যাশনাল লীগ অব ডার্মাটোলজিক্যাল সোসাইটিজ (আইএলডিএস) এবং দ্য ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ডার্মাটোলজি (আইএফডি) দ্বারা পুরস্কৃত ডার্মলিংক গ্রান্ট-২০২৫।
বিএডির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম শহীদুল্লাহ সিকদার ও সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়াসহ ৩০ চর্ম বিশেষজ্ঞ শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন।