একুশে বইমেলায় এ্যানি আক্তারের নতুন কাব্যগ্রন্থ ‘বৃষ্টির চোখে জল’

1 month ago 26

অমর একুশে বইমেলায় এসেছে জনপ্রিয় লেখক, আবৃত্তিশিল্পী এবং উদ্যোক্তা এ্যানি আক্তারের নতুন কাব্যগ্রন্থ ‘বৃষ্টির চোখে জল’। বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন। প্রেম, বিরহ, সুখ-দুঃখের টানাপোড়েন, ভালোবাসা আর বিচ্ছেদের অনুভূতি। সব মিলিয়ে পাঠকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কবিতাগুলোই স্থান পেয়েছে এই কাব্যগ্রন্থে।

লেখক এ্যানি বলেন, ‘আমার পাঠকরাই আমার অনুপ্রেরণা। ছোট ছোট কবিতা লেখার মধ্য দিয়েই যাত্রা শুরু। ফেসবুকের পাঠকরা যখন ভালোবাসা দেওয়া শুরু করলেন, তখন বই আকারে কবিতাগুলো প্রকাশ করার সাহস পেলাম। এবারও পাঠকদের ভালোবাসা পাব বলে আশা করছি।’

এই লেখক এর আগে পাঠকদের মন জয় করেছেন ‘জলকাব্য’ (২০২১), ‘মোহমায়া’ (২০২২), ‘আমার শুধু এই তুমিটাই চাই’ (২০২৩) এবং গল্পগ্রন্থ ‘দুঃখ আমার পদ্ম পাতার জল’ (২০২৪)-এর মাধ্যমে। এবারে তিনি তার অনুরাগীদের জন্য নিয়ে এসেছেন প্রেম, বিরহ, সুখ ও দুঃখের মিশেলে গড়া নতুন কাব্যগ্রন্থ ‘বৃষ্টির চোখে জল’।

ঠিক যেমন রাতের বালিশে সুখ আর দুঃখ একসঙ্গে পুষে থাকে, তেমনি এ্যানি আক্তারের কবিতার প্রতিটি শব্দের গায়ে লেগে থাকে বিচ্ছেদ, প্রেম, ভালোবাসা এবং বিষাদের মিশ্রণ। তিনি বিশ্বাস করেন, কখনো কখনো বিরহই হয়ে ওঠে ইবাদতের অশ্রু, যেখানে ভালোবাসার গভীরতা ফুটে ওঠে নীরব কান্নায়।

একটি কবিতায় তিনি লিখেছেন, “আমার কাছে ভালোবাসাটা ছিলো আমার ‘ইবাদত’
আর আপনার কাছে ছিলো শুধুই ‘সময়ের প্রয়োজন’,
যা সময়ের পরিক্রমায় ম্লান হয়ে গেছে,
হয়তো হারিয়েও গেছে
অথচ আমি আজও রোজ জায়নামাজে বসে ইবাদতের অশ্রু জমা রাখি।”

লেখক এ্যানি আক্তার কাতারে জন্মগ্রহণ করলেও তার শেকড় ময়মনসিংহে। পড়াশোনা করেছেন বিদ্যাময়ী গভ. গার্লস হাইস্কুল, নাসিরাবাদ কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

তার লেখালিখির শুরুটা হয়েছিল একান্ত নিজের জন্য। ফেসবুকের বিভিন্ন সাহিত্য গ্রুপে লেখা পোস্ট করতে করতে তিনি পাঠকদের হৃদয়ে জায়গা করে নেন। ২০২১ সালে ‘জলকাব্য’ প্রকাশের মাধ্যমে তার সাহিত্যের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

‘বৃষ্টির চোখে জল’ পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের কিংবদন্তী পাবলিকেশনের ৩২১ নম্বর স্টলে।

Read Entire Article