একের পর এক ইরানগামী ফ্লাইট বাতিল করছে এয়ারলাইন্সগুলো
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ, সহিংস দমন অভিযান এবং ব্যাপক যোগাযোগ বিচ্ছিন্নতার প্রভাবে আন্তর্জাতিক আকাশপথে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশটির বিভিন্ন শহরে নির্ধারিত একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিমানসংস্থা।
শনিবার (১০ জানুয়ারি) লুফথানসা, ফ্লাইদুবাই, তুর্কিশ এয়ারলাইন্স, এ-জেট, পেগাসাস, কাতার এয়ারওয়েজ এবং অস্ট্রিয়ান এয়ারলাইন্স ইরানগামী ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয়। এসব সিদ্ধান্ত নেওয়া হয় দেশজুড়ে চলমান অস্থিরতা ও যাত্রী নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে।
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফ্লাই দুবাইয়ের তেহরান, শিরাজ, বান্দার আব্বাস ও মাশহাদগামী অন্তত ১৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিমানসংস্থাটির এক মুখপাত্র আল মনিটরকে জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে ফ্লাইট সূচিতে পরিবর্তন আনা হবে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে।
একই সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের বৃহত্তম বিমানসংস্থা এমিরেটসের তেহরানগামী একটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।
ত
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ, সহিংস দমন অভিযান এবং ব্যাপক যোগাযোগ বিচ্ছিন্নতার প্রভাবে আন্তর্জাতিক আকাশপথে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশটির বিভিন্ন শহরে নির্ধারিত একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিমানসংস্থা।
শনিবার (১০ জানুয়ারি) লুফথানসা, ফ্লাইদুবাই, তুর্কিশ এয়ারলাইন্স, এ-জেট, পেগাসাস, কাতার এয়ারওয়েজ এবং অস্ট্রিয়ান এয়ারলাইন্স ইরানগামী ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয়। এসব সিদ্ধান্ত নেওয়া হয় দেশজুড়ে চলমান অস্থিরতা ও যাত্রী নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে।
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফ্লাই দুবাইয়ের তেহরান, শিরাজ, বান্দার আব্বাস ও মাশহাদগামী অন্তত ১৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিমানসংস্থাটির এক মুখপাত্র আল মনিটরকে জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে ফ্লাইট সূচিতে পরিবর্তন আনা হবে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে।
একই সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের বৃহত্তম বিমানসংস্থা এমিরেটসের তেহরানগামী একটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় বিমানসংস্থা তুর্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, ইরানের সাম্প্রতিক পরিস্থিতির কারণে শনিবার তেহরান, তাবরিজ ও মাশহাদগামী মোট ১৭টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। তুর্কিশ গ্রুপের আরেকটি সংস্থা এ-জেট তেহরানগামী ছয়টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
এদিকে দোহাভিত্তিক হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, কাতার এয়ারওয়েজ ও ওমান এয়ারের ইরানগামী একাধিক ফ্লাইটও বাতিল করা হয়েছে।
ইরানে চলমান এই ভ্রমণ বিঘ্নের পেছনে রয়েছে টানা সরকারবিরোধী বিক্ষোভ। গত ২৮ ডিসেম্বর স্থানীয় মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়নের প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে যে আন্দোলনের সূচনা হয়, তা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে এই বিক্ষোভ সরকারের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি এবং যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।