এখন কেমন আছেন জানালেন জাহিদ হাসান

2 months ago 33

দর্শকপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ঠান্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখনো তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ (১০ জুন) জাহিদ হাসান জাগো নিউজকে জানিয়েছে, তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হচ্ছে। এখন কিছুটা সুস্থতা বোধ করছেন।

তিনি আরও বলেন, ‘ আমি এখনো হাসপাতালে রয়েছি। চিকিৎসকরা জানিয়েছেন আরও কিছু দিন থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

হঠাৎ অসুস্থ বোধ করলে ঈদের আগের দিন জাহিদ হাসানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।

এবারের ঈদে জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র ‘উৎসব’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।

এমএমএফ/জেআইএম

Read Entire Article