এখনই বিসিবি সভাপতি হওয়ার চিন্তা করছেন না তামিম

7 hours ago 4
অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিসিবি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে, যা নির্বাচনের সব প্রক্রিয়া তত্ত্বাবধান করবে। তবে এই নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নির্বাচনে অংশ নেবেন কি না। শেষ পর্যন্ত নিজেই নিশ্চিত করেছেন, তিনি ক্লাব ক্যাটাগরিতে ডিরেক্টর পদে লড়বেন।   অনেকে মনে করতেন, তামিম যদি নির্বাচন করে, তাহলে হয়ত তিনি সভাপতি পদকেই টার্গেটে রেখে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু তামিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত তার একমাত্র লক্ষ্য ডিরেক্টর পদে নির্বাচিত হওয়া।   দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘আগে ডিরেক্টর পদে আসা জরুরি। যদি কাউন্সিলররা ভোট দেয়, তখন আপনি ডিরেক্টর হয়ে যান। এরপরেই সভাপতি হওয়ার সুযোগ বা পরিকল্পনা নিয়ে চিন্তা করা সম্ভব। আপাতত আমার ফোকাস শুধু নির্বাচন এবং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেওয়া।’   বর্তমান বিসিবি নির্বাচনে সভাপতির পদে লড়বেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। অন্যদিকে তামিমের মতো প্রখ্যাত ক্রিকেটাররা নির্বাচনে অংশ নিলে তা স্বাভাবিকভাবেই অনেকেই সভাপতি পদ সংক্রান্ত অনুমান করতে শুরু করেন। কিন্তু তামিম এ বিষয়ে স্পষ্ট — তার লক্ষ্য ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়ে বিসিবিতে ক্রিকেটের উন্নয়নে অবদান রাখা।   অক্টোবরের নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে তামিম ইকবালের লড়াই কেবল নির্বাচনের জন্যই নয়, বরং দেশের ক্রিকেটের ভবিষ্যতকে আরও শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Read Entire Article