এখনো ঈদ বোনাস দেয়নি ৯৬৬ কারখানা, এপ্রিলের বেতন বাকি ২৪টিতে

3 months ago 7

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৬ অথবা ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। সে হিসাবে পোশাক শ্রমিকদের ঈদের বোনাস ১ জুন ও মে মাসের বেতন ৩ জুনের মধ্যে দেওয়ার কথা।

তবে এখন পর্যন্ত ২ হাজর ৯২টি কারখানার মধ্যে এক হাজার ১২৬টি কারখানা শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে। এখনো ঈদ বোনাস দেয়নি ৯৬৬ কারখানা। আর এপ্রিল মাসের বেতন পরিশোধ করেনি ২৪ কারখানা।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত মাত্র এক হাজার ১২৬টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে, যা মোট কারখানার ৫৩ দশমিক ৮২ শতাংশ।

আরও পড়ুন

অন্যদিকে বিজিএমইএর অধীনে থাকা ঢাকা ও চট্টগ্রামের মোট ২ হাজার ৯২টি কারখানার মধ্যে ৯৬৬টি কারখানা এখনো ঈদ বোনাস পরিশোধ করেনি। যদিও বোনাস পরিশোধে কারখানা মালিকদের হাতে এখন মাত্র তিনদিন সময় আছে। বিজিএমইএ আশা করছে, সরকারের নির্ধারিত সময়ের মধ্যে বোনাস ও বেতন পরিশোধ সম্পন্ন হবে।

বিজিএমইএ’র সর্বশেষ তথ্যমতে, এখনো এপ্রিল মাসের বেতন দেয়নি ২৪টি কারখানা। এপ্রিলে বেতন হয়েছে ২ হাজার ৬৮টি কারখানায়। তাছাড়া মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে দুটি কারখানায়। ১৩/১ ধারায় একটি কারখানা বন্ধ রয়েছে। আর কারখানা খোলার পর কাজ বন্ধু, স্ব-বেতনে ছুটি বা শ্রমিকরা চলে গেছে এমন কারখানার সংখ্যা তিনটি।

ইএআর/বিএ/এমএস

Read Entire Article