গত সোমবার আফ্রিকার দেশ তানজানিয়ার বিরোধী দলীয় নেতা তুন্দু লিসুকে আদালতে হাজির করা হইয়াছে। আদালতের বাহিরে জড়ো হইয়া চিৎকার করিতে থাকে 'নো রিফর্ম, নো ইলেকশন'। তিনি তাহার সমর্থকদের উদ্দেশে হাত উঁচাইয়া বলিয়াছেন, 'ভয়ের কিছু নাই, আমরা সঠিক পথেই আছি'। তাহারা আদালতের উপর আস্থা রাখিতে পারিতেছেন না। শুধু তুন্দু লিসুকেই নয়, গ্রেফতার করা হইয়াছে শীর্ষ পর্যায়ের আরো কিছু নেতাকে। তবে তিনি ভয় না পাইলেও ভয়... বিস্তারিত