এখনো চাঁদাবাজি-দখলবা‌জি বন্ধ হয়‌নি: গাজী আতাউর রহমান

3 hours ago 4

ইসলামী শ্রমিক আন্দোলনের সি‌নিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহামন বলেছেন, এখনো চাঁদাবাজি-দখলবা‌জি বন্ধ হয়‌নি। দেশে এখন যে চাঁদাবাজি দখলবা‌জি চলছে অনেকে বলছে সেটি বিএন‌পি করছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের জেলা সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহামন বলেন, দেশে এখন সরকার রয়েছে কিন্তু এখনও‌ নি‌জেরা আইন হাতে তুলে নিচ্ছে। যারা নিজেদের সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে পারে না তারা দেশ পরিচালনা করবে কিভাবে?

তিনি বলেন,একপক্ষ এতো বছর জুলুম করে গেছে, আর কাউকে জুলুম করতে দেওয়া হবে না। যারা দোষী তাদের দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে।

সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, সংখ‌্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, কু‌মিল্লা বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

Read Entire Article