এগিয়ে এলো শহীদ-পূজার ‘দেবা’

2 months ago 35

বলিউড অভিনেতা শহীদ কাপুর। ২০২৪ সালে তার ‘তেরি বাতোঁ মে আয়সা উলঝা জিয়া’ সিনেমা মুক্তি পায়। কৃতি শ্যাননের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে আসে ভালোই সফলতা। এবার মুক্তি পাচ্ছে তার আরও একটি নতুন সিনেমা। নাম ‘দেবা’। অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত ‘দেবা’ পরিচালনা করছেন রোশন অ্যান্ড্রুজ এবং প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর ও জি স্টুডিওস। এতে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।

সিনেমাটি প্রথমে ২০২৫ সালের ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। এরপর ১৪ ফেব্রুয়ারি মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়। এবার জানা গেল সিনেমাটি পঁচিশের জানুয়ারির ৩১ তারিখ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। সিনেমায় শহীদ কাপুর একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। খবর : বলিউড হাঙ্গামা 

শহীদ কাপুর ও পূজা হেগড়ে ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন পাভেল গুলাটি ও কুবরা সাইত। এটি নির্মাণে খরচ হয়েছে ৮৫ কোটি রুপি। 

পূজা হেগড়েকে সবশেষ দেখা গেছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায়। তবে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি ছবিটি। ‘দেবা’র পাশাপাশি পূজার ঝুলিতে আছে ‘হাউসফুল ৫’। এ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমায় অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, ববি দেওল, কৃতি শ্যানন, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি এবং চাঙ্কি পান্ডেসহ একঝাঁক কলাকুশলী রয়েছেন।

এ ছাড়া শহীদ কাপুরের হাতে রয়েছে আরও একটি অ্যাকশন সিনেমা। যার নাম এখনো ঠিক হয়নি। এতে তার বিপরীতে অভিনয় করবে তৃপ্তি দিমরি। এটি পরিচালনা করবেন বিশাল ভরদ্বাজ।

Read Entire Article