চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর যা বললেন শান্ত  

3 hours ago 7

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ব্যর্থতাকেই মূল কারণ হিসেবে দেখছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু মাঝের ওভারগুলোতে উইকেট হারিয়ে ফেলেছি। এই পিচে আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।’

মিডল অর্ডারের ব্যর্থতা নিয়ে শান্তর মন্তব্য, ‘উইকেট আসলে বেশ ভালো ছিল, আমাদের শুধু দুটি বড় পার্টনারশিপ দরকার ছিল। প্রথম দশ ওভারের পারফরম্যান্সের পর আমরা ম্যাচটাকে ধরে রাখতে পারিনি, এটা হতাশার।’

তবে তরুণ পেসার নাহিদ রানার পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। ‘নাহিদ দারুণ বোলিং করেছে, তার পারফরম্যান্স আমাদের সবাইকে আনন্দ দিয়েছে। গত কয়েক বছর ধরে আমাদের বোলিং ইউনিট ভালো করছে, কিন্তু ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে," বলেন বাংলাদেশ অধিনায়ক

এখন সামনে শুধুই আনুষ্ঠানিকতা হিসেবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাকি থাকলেও শান্ত এটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন। ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে আত্মবিশ্বাস বাড়বে,’ মন্তব্য তার।

Read Entire Article