এগিয়েছে বাংলাদেশ, পিছিয়েছে ভারত-নেপাল

3 months ago 10

শক্তিতে এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ড্র করার ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের ফিফা র‌্যাংকিংয়ে। আজ (বৃহস্পতিবার) ঘোষিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়েছে পাঁচ ধাপ। ১৩৩ থেকে বাংলাদেশ এখন ১২৮ নম্বরে।

গত ৩১ মে ও ৩ জুন বাংলাদেশের মেয়েরা জর্ডানে ম্যাচ খেলেছিল তিনজাতি আন্তর্জাতিক সিরিজে। ইন্দোনেশিয়া ও স্বাগতিক জর্ডানের বিপক্ষে ড্র করে ফিরেছিলেন আফঈদা খন্দকাররা। অক্ষোকৃত বেশি শক্তির দুই দেশকে রুখে দেওয়ার পুরস্কারই বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশের র‌্যাংকিং পয়েন্ট ১০৯১.৮১ থেকে ৭.৫৫ বেড়ে হয়েছে ১০৯৯.৩৬।

বাংলাদেশের অবস্থানের উন্নতি হলেও অবনতি হয়েছে এই অঞ্চলের অন্য দুই পরাশক্তি ভারত ও নেপালের। ভারত ৬৯ থেকে এক ধাপ নেমেছে। নেপাল ৯৯ থেকে নেমে হয়েছে ১০০।

নারী ফুটবলে যথারীতি শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দুইয়ে স্পেন, তিনে জার্মানি। ব্রাজিল ৪ ধাপ এগিয়ে অবস্থান করছে চারে। আর্জেন্টিনা ১ ধাপ এগিয়ে ৩৩ থেকে হয়েছে ৩২।

আরআই/আইএইচএস/

Read Entire Article