এটি দেশের বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র : শাকিব

2 months ago 8

শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা মুক্তির পর থেকে মাল্টিপ্লেক্সে হাউজফুল গেলেও সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি ব্যবসা করছিল। তবে সেই জোয়ারে ভাটা আনে পাইরেসি। মুক্তির কয়েকদিনের মধ্যে ‘তাণ্ডব’-এর এইচডি ভার্সন পাইরেসি হয়ে গেছে। সে নিয়ে মুখ খুলেছেন শাকিব খান। তিনি মনে করেন, সিনেমা পাইরেসি করাটা দেশের বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র।

গতকাল রোববার রাতে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনী হয়। সেই আয়োজনে অংশ নিয়ে শাকিব খান বলেন, ‘বাংলা সিনেমা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। দেশের পাশাপাশি বিদেশেও আমাদের সিনেমার দর্শক বৃদ্ধি পাচ্ছে। সেই অবস্থান নষ্ট করে দিতে একটি চক্র ইন্ডাস্ট্রির পেছনে লেগে আছে এবং যে সিনেমাগুলো ভালো চলছে, সেগুলোকে টার্গেট করে পাইরেসি করে দিচ্ছে। এর ফলে ঈদুল ফিতরে আমার ‘বরবাদ’ সিনেমাটি আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। এবার ‘তাণ্ডব’ ছবির ক্ষেত্রেও একই কাজ হয়েছে তবে এবারেরটা আরও ভয়ানক। পুরো এইচডি সংস্করণ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

তবে হতাশ হওয়ার কিছু নেই। পাইরেসির পর প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি আরও বেড়েছে। এজন্য আমি দেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ জানাই। কারণ পাইরেসি হওয়ার পরও তারা হলে গিয়ে সিনেমাটি দেখছেন। এখনো আমাদের সিনেমাটি হাউসফুল যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এটা দর্শকদের এক ধরনের সংগ্রাম। সিনেমা বাঁচাতে প্রত্যেক মানুষকে সোচ্চার হয়ে এই পাইরেসির বিরুদ্ধে দাঁড়াতে হবে।’

এ সময় শাকিব দেশ এগিয়ে যাওয়ায় সংস্কৃতির যে ভূমিকা তা উল্লেখ করে আরও বলেন, ‘যে জাতি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যায়, সেই জাতিই সবচেয়ে উন্নত হয়। আমাদের সিনেমা ও কৃষ্টি-কালচার যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই আমাদের সিনেমা পাইরেসি করে দেওয়া হচ্ছে। এটা শুধু সিনেমার বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র।’

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। একটি চরিত্রের নাম স্বাধীন এবং অন্যটির নাম মিখাইল। দুটি চরিত্রই সিনেমায় দারুণ প্রভাব ফেলেছে।

শাকিব খান ছাড়াও ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

এমআই/এলআইএ/এএসএম

Read Entire Article