এদেশ হবে সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মগনামা আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদের পুননির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, এদেশে আর কোন মানুষ তার স্ব-স্ব ধর্ম পালনে প্রতিবন্ধকতার শিকার হবে না। এদেশ হবে সকল ধর্ম বর্ণ ও সকল মানুষের জন্য নিরাপদ। আমরা যেন সবাই বাংলাদেশের নাগরিক হই, এদেশে আর যেন সংখ্যালগু ও সংখ্যাগুরু আমরা না হই।
সমাবেশে সভাপতিত্ব করেন এ এইচ এম জুনাইদ। এ সময় আরও বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. রেজেওয়ানুল হক, চট্টগ্রামস্থ পেকুয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম মোরশেদ জাফর, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সল চৌধুরী। সমাবেশে কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।
এদিকে তিনি দুই দিনের সফরে তার নিজ বাড়ি কক্সবাজারের পেকুয়ায় এসে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। সকালে তিনি পেকুয়া উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তার স্মাট কার্ড গ্রহণ করেন। বেলা সাড়ে ১১টায় তিনি পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক মিলনমেলায় যোগ দেন।
বিকেলে তিনি পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।