এনআইএসটির নবীন শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণ

2 hours ago 5
ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) আয়োজিত নবীন শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান।  সভাপতিত্ব করেন এনআইএসটি’র এডহক (গভর্নিং বডি) কমিটির সভাপতি ড. বিলকিস বেগম। স্বাগত বক্তব্য রাখেন এনআইএসটির অধ্যক্ষ (চলতি দায়িত্ব) তানজিদা সুপ্তা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত করতে হবে। বেসরকারি পর্যায়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। বেশ কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আস্থা অর্জন ও গ্রহণযোগ্যতা প্রমাণে সক্ষম হয়েছে।  শেষে তিনি নবীন শিক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং দেশ প্রেমে উজ্জীবিত হয়ে পড়াশোনায় মনোনিবেশের আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Read Entire Article