এনআরবি ওয়ার্ল্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মজারু

2 days ago 13

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য অনলাইন এডুকেশন প্লাটফর্ম মজারুকে দেওয়া হলো ‘এনআরবি ওয়ার্ল্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’। রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪’-এর বিশেষ পর্বে এই সম্মাননা গ্রহণ করেন মজারুর সিইও আলাউদ্দীন ফারুকী প্রিন্স।

এর আগে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মো. শাহীদুজ্জামান। আয়োজনের সহযোগী ছিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

এডটেক সেক্টরে প্রবাসী ও দেশীয় উদ্যোগের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকৃত করতে এই পদক দেওয়া হয়। মজারু বাংলাদেশের একটি জনপ্রিয় ই-লার্নিং প্লাটফর্ম যেখানে শিশুদের মেধার বিকাশের জন্য কাজ করা হচ্ছে। এবাকাস মাইন্ড ম্যাথ, আদর্শলিপি, বাংলা আমার ভাষা, স্মার্ট ইংলিশ ফর কিডসসহ বেশ কিছু অনলাইন কোর্স নিয়ে কাজ করে চলেছে মজারু।

মজারুর মূল লক্ষ্য দক্ষতা উন্নয়ন এবং সৃজনশীলতার বিকাশ। মূলত আনন্দের মাধ্যমে শেখানো জন্য মজারু বেশি জনপ্রিয়তা পায়। বর্তমানে পৃথিবীর ৩২ টি দেশের প্রায় ৫২ হাজার শিক্ষার্থী মজারুর বিভিন্ন কোর্সে যুক্ত হয়েছে, যেখানে কাজ করছেন ৪৯০ জন শিক্ষক-কর্মকর্তা।

পুরস্কার গ্রহণের পর আলাউদ্দীন ফারুকী প্রিন্স বলেন, এই স্বীকৃতি মজারুর প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম আর আন্তরিকতার ফল। আমরা সবসময় শিশুদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে চেয়েছি যেখানে তারা আনন্দের সঙ্গে শিখতে পারবে এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে। এই সম্মাননা আমাদের আরো অনুপ্রাণিত করবে। প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয় এই সামিট।

এমএএস/এমকেআর

Read Entire Article