এনজিও ব্যুরো এনজিওসমূহের অভিভাবক

1 month ago 32

এনজিও ব্যুরো এনজিওসমূহের অভিভাবক আখ্যায়িত করে এনজিওর নিবন্ধন, প্রকল্প অনুমোদন, স্থানীয় প্রশাসন থেকে প্রত্যায়ন প্রাপ্তি ও অর্থছাড়করণসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন বক্তারা।
  
বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) ঢাকা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান। এডাব ঢাকা মহানগর শাখার সভাপতি কাজী বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনিজওবিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও নীরিক্ষা) মো. আনোয়ার হোসেন, এডাব কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ, মাসুদা ফারুক রত্না, কার্যনির্বাহী পরিসদ সদস্য মো. আনোয়ার হোসেন, মো. নাছির উদ্দিন, এডাব পরিচালক একেএম জসীম উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, এডাব ঢাকা মহানগর শাখার সদস্য-সচিব অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খলিফা। স্বাগত বক্তব্য দেন এডাব ঢাকা মহানগর শাখার সহসভাপতি মো. জসিম উদ্দিন। ধারণাপত্র উপস্থাপন করেন এডাব ঢাকা মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবদুর রাজ্জাক খলিফা।

এডাব-এর কর্মসূচি পরিচালক কাউসার আলম কনকের পরিচালনায় সেমিনারে প্রায় ৬০টি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
  
মো. সাইদুর রহমান বিভিন্ন সমস্যাসমূহ নিরসনে আইনি পরিবর্তন, পরিপত্র প্রণয়ন, প্রত্যেক এনজিওর জন্য জেলা পর্যায়ে ফাইল সংরক্ষণ করা ইত্যাদির প্রতি গুরুত্ব দেন। এনজিওবিষয়ক ব্যুরোর নিবন্ধিত এনজিওর সংখ্যা বৃদ্ধি, ছোট এনজিওগুলোকে কাজ করার সুযোগ দেওয়া, সার্টিফিকেট পেতে ডকুমেন্ট আপডেট করা, লোকাল রিসোর্স মোবিলাইজেশনে এনজিওদের কার্যকর ভূমিকা পালনে গুরুত্বারোপ করেন।
 
আলোচনায় কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এনজিও ব্যুরোকে অধিদপ্তর করা, বিভিন্ন এনজিও বিভিন্ন রেজিস্ট্রেশন অথরিটির কাছে নিবন্ধিত না হয়ে সকল এনজিওর নিবন্ধন এনজিও ব্যুরোর অধীনে হওয়া, এনজিওর সংজ্ঞা নির্ধারণ, এনজিওর নিবন্ধন, নবায়ন, সুশাসন বিষয়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রম গ্রহণ, নিবন্ধন ও নবায়নসহ প্রকল্প অনুমোদন ও অর্থছাড়করণের সময়সীমা কমানো, নিবন্ধন না দিতে পারলে জমাকৃত টাকা সংশ্লিষ্ট এনজিওকে ফেরত দেওয়া, এডাব-এর সদস্য এনজিওর নিবন্ধন সহজ করা, জেলা মাসিক সমন্বয় সভায় সমন্বয়ক হিসেবে এডাব এর জেলা কমিটিকে দায়িত্ব দেওয়া, ছোট এনজিওসমূহে স্থানীয় ফান্ড পেতে সহায়তা ইত্যাদি।

Read Entire Article