এনসিটিবির চেয়ারম্যানের দায়িত্বে মাহবুবুল হক পাটওয়ারী

3 hours ago 4

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী। নিয়মিত চেয়ারম্যান পদায়ন না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

রোববার (৯ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন
প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা 
এইচএসসির নির্বাচনি পরীক্ষা নয়, চলবে নিয়মিত ক্লাস 

চিঠিতে বলা হয়, নিয়মিত চেয়ারম্যান পদায়ন না হওয়া পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারীকে নির্দেশক্রমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

এএএইচ/কেএসআর/জিকেএস

Read Entire Article