বাংলাদেশে যাতে আর কোনোভাবে, কখনই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে না আসে তার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, দেশে এক ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন চেপে বসেছিল। ছাত্রদের নেতৃত্বে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে যে অভ্যুত্থান সংঘটিত হয়, তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পায়। বাংলাদেশে যাতে আর কোনোভাবে, কখনই ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরে না আসে তার জন্য আমরা ছাত্ররা সংগঠিত হয়ে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি।
তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার আছে, মানবিক মর্যাদা আছে। আমরা যে রাজনীতি করতে চাই। সেই রাজনীতির মধ্য দিয়ে মানুষের নাগরিক অধিকার ও মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে চাই। এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদি ভিশন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফ হোসেন, একরামুল হক, সাখাওয়াত হোসেন সুজন, আনোয়ারুল, রাসেল মিয়া, রিমন মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠক শামিম হোসেন, ফারদিন এহসান মাহিম, শাকিল প্রমুখ।