এনসিপিতে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ যে দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটালেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অবশেষে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেন তিনি। আর এনসিপিতে যোগদান করেই দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের এ সাবেক উপদেষ্টা। দলে তাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এনসিপির নির্বাচন কমিটির প্রধানের দায়িত্বও পালন করবেন তিনি। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আসিফ মাহমুদ জুলাই আন্দোলনে অন্যতম কাণ্ডারি। আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যোগ দিলেন। আমরা আশা করব, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সহায়ক হবেন।’ আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।  এনসিপিতে গুরুত্বপূর্ণ পদ পেলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ। এনসিপিতে যোগ দিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।  আসিফ মাহমুদ বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বহু

এনসিপিতে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ যে দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটালেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অবশেষে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেন তিনি। আর এনসিপিতে যোগদান করেই দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের এ সাবেক উপদেষ্টা। দলে তাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এনসিপির নির্বাচন কমিটির প্রধানের দায়িত্বও পালন করবেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আসিফ মাহমুদ জুলাই আন্দোলনে অন্যতম কাণ্ডারি। আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যোগ দিলেন। আমরা আশা করব, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সহায়ক হবেন।’

আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। 

এনসিপিতে গুরুত্বপূর্ণ পদ পেলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ। এনসিপিতে যোগ দিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। 

আসিফ মাহমুদ বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না।’

এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ। ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত সংসদীয় আসনটির মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন তিনি। গত ২২ ডিসেম্বর ধানমন্ডিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আসিফ।

প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি সেদিন আহ্বান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow