এনসিপির আনন্দ মিছিল

6 hours ago 11

রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়াকে কেন্দ্র করে এ আনন্দ মিছিল করেছে এনসিপির ঢাকা মহানগর উত্তর মিরপুর বিভাগের নেতাকর্মীরা।

শনিবার (০৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট ঘুরে মিরপুর-১ বাসস্ট্যান্ড হয়ে সরকারি বাংলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘শাপলা শাপলা’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘এনসিপির মার্কা শাপলা, শাপলা’সহ বিভিন্ন স্লোগান দেন।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে এবং প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নির্ধারিত হয়েছে। এ আনন্দকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকা মহানগর উত্তর জোনের পক্ষ থেকে আমরা এই মিছিলের আয়োজন করেছি।

তিনি আরও জানান, ঢাকার বিভিন্ন আসনে শিগগিরই এনসিপির প্রার্থিতা ঘোষণা করা হবে। এর মাধ্যমে ‘শাপলা কলি’ প্রতীক ও আমাদের প্রার্থীরা সাধারণ মানুষের কাছে আরও পরিচিত হয়ে উঠবে।

Read Entire Article