এনায়েতপুর পাক দরবার শরিফের পীরের ইন্তেকাল
সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরিফের তৃতীয় গদিনশীন পীর খাঁজা কামাল উদ্দিন নুহু মিয়া (১০৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সুফি সাধক সিরাজগঞ্জের হজরত শাহসুফী খাঁজা ইউনুস আলী এনায়েতপুরী (র.)-এর তৃতীয় ছেলে ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও ভক্তবৃন্দ রেখে গেছেন। এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম মো. মুরাদ খান বলেন, বুধবার বাদ জোহর এনায়েতপুর মাজার মসজিদে গদিনশীন পীর খাঁজা কামাল উদ্দিন নুহু মিয়ার জানাজা শেষে মাজার শরীফ কমপ্লেক্সে দাফন করা হয়েছে। এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিপুলসংখ্যক ভক্তরা উপস্থিত ছিলেন। খাদেম মো. মুরাদ খান আরো বলেন, খাজা ইউনুস আলী এনায়েতপুরী (র.)-এর ৫ ছেলে ও ৫ মেয়ের মধ্যে হজরত খাঁজা শাহ কামাল উদ্দিন নুহু মিয়া তৃতীয় এবং দরবার শরীফের তৃতীয় সাজ্জাদানশীন হুজুর ছিলেন। পিতার আদর্শের ধারাবাহিকতায় তিনি ছিলেন ধর্মীয় বিশারদ ও ইসলামের শান্তির প্রচারক। অল্প আহার ও অল্প নি
সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরিফের তৃতীয় গদিনশীন পীর খাঁজা কামাল উদ্দিন নুহু মিয়া (১০৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সুফি সাধক সিরাজগঞ্জের হজরত শাহসুফী খাঁজা ইউনুস আলী এনায়েতপুরী (র.)-এর তৃতীয় ছেলে ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও ভক্তবৃন্দ রেখে গেছেন।
এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম মো. মুরাদ খান বলেন, বুধবার বাদ জোহর এনায়েতপুর মাজার মসজিদে গদিনশীন পীর খাঁজা কামাল উদ্দিন নুহু মিয়ার জানাজা শেষে মাজার শরীফ কমপ্লেক্সে দাফন করা হয়েছে। এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিপুলসংখ্যক ভক্তরা উপস্থিত ছিলেন।
খাদেম মো. মুরাদ খান আরো বলেন, খাজা ইউনুস আলী এনায়েতপুরী (র.)-এর ৫ ছেলে ও ৫ মেয়ের মধ্যে হজরত খাঁজা শাহ কামাল উদ্দিন নুহু মিয়া তৃতীয় এবং দরবার শরীফের তৃতীয় সাজ্জাদানশীন হুজুর ছিলেন।
পিতার আদর্শের ধারাবাহিকতায় তিনি ছিলেন ধর্মীয় বিশারদ ও ইসলামের শান্তির প্রচারক। অল্প আহার ও অল্প নির্দার জীবন ব্যবস্থা অনুসরণ করে ইসলামী ভাবধারার মানবিক দীক্ষার নানা গুণের অধিকারী ছিলেন তিনি। পাশাপাশি তিনি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা পিতার লাখ-লাখ ভক্ত অনুরাগীকে আল্লাহুর ইসলামের আলোর দেখানো পথ অনুসরণে আজীবন ভূমিকা রেখেছেন।
What's Your Reaction?