শেখ ফয়েজ গ্রেপ্তার

ফরিদপুরে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি শেখ ফয়েজ আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তার হন তিনি। গত বছর ৫ আগস্টের পর শেখ ফয়েজ দীর্ঘদিন পালিয়ে থেকে চলতি মাসে ফিরে আসেন। তিনি জুলাই হামলার আসামি হয়েও সম্প্রতি তথ্য মন্ত্রণালয় থেকে কৌশলে ‘সাহসী’ সাংবাদিকের পুরস্কার গ্রহণ করেন। বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে থেকে ফয়েজকে আটক করে ছাত্র-জনতা। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ফরিদপুরের সদস্য সচিব সোহেল রানা বলেন, আমরা হতবাক হয়ে যাই- সরকার কীভাবে এমন একজন আসামিকে পুরস্কৃত করে। জুলাই হামলার আসামিকে পুরস্কৃত করা জুলাইয়ে নিহতদের সঙ্গে বেইমানির শামিল। আমরা আজ তাকে সামনে পেয়ে ধরে ফেলি। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।    ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, ২৪ এর আন্দোলনে শেখ ফয়েজ ছাত্র-জনতার ওপর হামলা করেছে। সে মামলার আসামি। তার মতো একজন বিতর্কিত ব্যক্তিকে সাহসী সাংবাদিক পদক প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি। ফরিদপুর প্রেস ক্লাব ত

শেখ ফয়েজ গ্রেপ্তার

ফরিদপুরে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি শেখ ফয়েজ আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তার হন তিনি।

গত বছর ৫ আগস্টের পর শেখ ফয়েজ দীর্ঘদিন পালিয়ে থেকে চলতি মাসে ফিরে আসেন। তিনি জুলাই হামলার আসামি হয়েও সম্প্রতি তথ্য মন্ত্রণালয় থেকে কৌশলে ‘সাহসী’ সাংবাদিকের পুরস্কার গ্রহণ করেন।

বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে থেকে ফয়েজকে আটক করে ছাত্র-জনতা। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ফরিদপুরের সদস্য সচিব সোহেল রানা বলেন, আমরা হতবাক হয়ে যাই- সরকার কীভাবে এমন একজন আসামিকে পুরস্কৃত করে। জুলাই হামলার আসামিকে পুরস্কৃত করা জুলাইয়ে নিহতদের সঙ্গে বেইমানির শামিল। আমরা আজ তাকে সামনে পেয়ে ধরে ফেলি। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।   

ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, ২৪ এর আন্দোলনে শেখ ফয়েজ ছাত্র-জনতার ওপর হামলা করেছে। সে মামলার আসামি। তার মতো একজন বিতর্কিত ব্যক্তিকে সাহসী সাংবাদিক পদক প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি। ফরিদপুর প্রেস ক্লাব তাকে বহিষ্কার করেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করায় আমরা সন্তুষ্ট। 

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর সরাসরি হামলাকারী শেখ ফয়েজ মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow