ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এই ভূমিকম্পটি অনুভূত হয়, তবে এতে প্রাণহানি বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি। একইভাবে, কোনো সুনামি সৃষ্টি হয়নি এবং সুনামি সতর্কতা জারি করা হয়নি।
দেশটির আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) ভূমিকম্পের ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে। খবর আনাদুলো এজেন্সি।
সংস্থাটির মতে, ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪.০৩ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা উপ-জেলার দক্ষিণ-পশ্চিমে ১২১ কিলোমিটার (৭৫ মাইল) দূরে এবং এটি ৪২ কিলোমিটার (২৬ মাইল) গভীরে সমুদ্রতল থেকে ছিল।
এছাড়া, ভূমিকম্পটি শুধু উত্তর মালুকু প্রদেশে নয়, বরং পার্শ্ববর্তী উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাডো ও বিতুং শহরসহ অন্যান্য এলাকার বাসিন্দারাও অনুভব করেছেন। ভূমিকম্পের পর, ভোর ৪.৩১ মিনিটে একটি ৪.৯ মাত্রার আফটারশকও অনুভূত হয়।
এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং ভূমিকম্পটি এমনভাবে আঘাত হেনেছে, যাতে বড় ধরনের সুনামি বা আরো কোনো বড় বিপদ সৃষ্টি হয়নি। দেশটির ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা এই ভূমিকম্পের পর সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়া, যা প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর অবস্থিত, বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। সেখানে ১৩০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যার কারণে দেশের কিছু অঞ্চলে প্রায়ই ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে।