বাসে ডাকাতদের তাড়া, যাত্রীদের বাঁচিয়ে প্রশাসংসায় ভাসছেন চালক
ডাকাতদের হাত থেকে যাত্রীদের বাঁচিয়ে প্রশসংসায় ভাসছেন একুশে পরিবহনের চালক সোহেল।
চালক সোহেলের এই সাহসী পদক্ষেপের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন অনেকে।
ফেসবুকের মুহাম্মাদ রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি সোহেলের কিছু ছবি শেয়ার করে লিখেছেন, এই হলো একুশে পরিবহনের ড্রাইভার সোহেল ভাই, যিনি একজন হিরো, আমি বলব হিরোর চেয়েও বেশি কিছু। জীবনের মায়া ত্যাগ করে প্রায় ৪০ যাত্রীর জীবন বাঁচিয়েছেন ডাকাতের হাত থেকে, তাও এক-দুইজন নয় প্রায় ৮-১০ জনের ডাকাত দলের হাত থেকে।
তিনি লেখেন, ঈদের পরের দিন রাত ১টায় লাকসামের দিকে প্রায় ৫-৬টি নম্বরবিহীন মোটরসাইকেলে ডাকাতরা ধাওয়া করে একুশের বাসকে। তখন ড্রাইভার জীবনের মায়া ত্যাগ করে কোথাও না থামিয়ে বাস টেনে নিয়ে আসেন মাইজদি। এদিকে সে বাস থামাচ্ছে না দেখে ডাকাতরা তাকে ইট ছুড়ে মারে যাতে ড্রাইভারের মুখের চোয়াল ভেঙে যায়। তবুও সে থেমে থাকেনি, অনবরত রক্তক্ষরণ নিয়ে সে বাস চালিয়ে রক্ষা করে যাত্রীদের।
রিয়াজ লিখেন, ‘চালক এখন কিছুটা ভালো আছেন তবে সেরে উঠতে সময় লাগবে৷ ধন্যবাদ ও স্যালুট গাড়ি চালক সোহেল ভাইকে।’