ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের সামরিক সংগঠন হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো। পাল্টা জবাবে ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে হুতি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের দাবি, হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রাজধানী সানা, সমুদ্র বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে।
হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাশিরাহ জানায়, বৃহস্পতিবার ভোরের দিকে সানা ও বন্দরনগরী হোদেইদাহতে আগ্রাসী অভিযান চালিয়েছে ইসরায়েল। সানার দুটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়েছে। এছাড়া হোদেইদাহর সমুদ্র বন্দরে শত্রুপক্ষ অন্তত চারটি হামলা চালিয়েছে। দুটি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে।
ইসরায়েলি হামলায় নয়জন নিহতের খবর জানিয়েছে আল মাশিরাহ চ্যানেল। তাদের মধ্যে বন্দরনগরী সালিফে সাতজন ও রাস ইশা জ্বালানি অবকাঠামোয় বাকি দুজন নিহত হন। দুটি জায়গাই ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হোদেইদাহ প্রদেশে অবস্থিত।
এদিকে, ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরাও। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তেল আবিবের কাছে জাফা এলাকায় দুটি সুনির্দিষ্ট ও স্পর্শকাতর সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানানো হয়েছে। হুতির হামলায় তেল আবিবের দক্ষিণে একটি বিদ্যালয়ের ভবন বিধ্বস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নাকি সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটি বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখছে সামরিক বাহিনী। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এছাড়া জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্ট ভবন নেসেটের কাছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর সেখানে এসব ধ্বংসাবশেষ পড়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইয়েমেনে ইসরায়েলের হামলার ঘটনাকে ‘বিপজ্জনক পরিস্থিতি’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সঙ্গে ইসরায়েলের ওপর আরও হামলা চালাতে হুতিদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এক বিবৃতিতে হামাস বলেছে, আমরা এই উসকানিকে বিপজ্জনক পরিস্থিতি এবং ফিলিস্তিনি জনগণ, সিরিয়া ও আরব অঞ্চলে চালানো আগ্রাসনের বিস্তার হিসেবেই দেখছি।’ একই সঙ্গে ইসরায়েলে আরও হামলা চালাতে হুতিদের প্রতি আহ্বান জানিয়েছে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডস।
সূত্র: আল জাজিরা
এসএএইচ