এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খোদ দাবি করেছেন, ‘জুবিনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত হত্যা।’ স্বাভাবিকভাবেই তার এরূপ মন্তব্যে তোলপাড় দেশটির রাজনৈতিক মহল। ভারতীয় গণমাধ্যমের দাবি, আসামের বিধানসভার অধিবেশন চলাকালীন এই বিতর্কিত প্রসঙ্গটি উত্থাপিত হয়। বিধানসভায় ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’-এর বিধায়ক রফিকুল ইসলাম বলেন, ‘জুবিন গার্গ যাতে বিচার পান, সেই বিষয়টি তুলব। উনি আমাদের অসমের হৃদয়ে বাস করতেন।’ এসময় তিনি জুবিন গার্গের মতো একজন গুণী শিল্পীর মৃত্যুরহস্য উদ্ঘাটন করতে না পারাকে সরকারের চরম ব্যর্থতা বলেও উল্লেখ করেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দাবি, পরিকল্পিত হত্যার করার এই অভিযোগ রাজ্যের সাধারণ মানুষসহ প্রতিটি জুবিন ভক্তদের মাঝে নতুন করে রহস্য ও ক্ষোভের জন্ম দিচ্ছে। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের রহস্যজনক মৃত্যুর পর, সারা রাজ্যজুড়ে এ ঘটনায় মোট ৬০টি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। অথচ, মৃত্যুর দু’মাস পেরিয়ে
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খোদ দাবি করেছেন, ‘জুবিনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত হত্যা।’ স্বাভাবিকভাবেই তার এরূপ মন্তব্যে তোলপাড় দেশটির রাজনৈতিক মহল।
ভারতীয় গণমাধ্যমের দাবি, আসামের বিধানসভার অধিবেশন চলাকালীন এই বিতর্কিত প্রসঙ্গটি উত্থাপিত হয়। বিধানসভায় ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’-এর বিধায়ক রফিকুল ইসলাম বলেন, ‘জুবিন গার্গ যাতে বিচার পান, সেই বিষয়টি তুলব। উনি আমাদের অসমের হৃদয়ে বাস করতেন।’
এসময় তিনি জুবিন গার্গের মতো একজন গুণী শিল্পীর মৃত্যুরহস্য উদ্ঘাটন করতে না পারাকে সরকারের চরম ব্যর্থতা বলেও উল্লেখ করেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দাবি, পরিকল্পিত হত্যার করার এই অভিযোগ রাজ্যের সাধারণ মানুষসহ প্রতিটি জুবিন ভক্তদের মাঝে নতুন করে রহস্য ও ক্ষোভের জন্ম দিচ্ছে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের রহস্যজনক মৃত্যুর পর, সারা রাজ্যজুড়ে এ ঘটনায় মোট ৬০টি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। অথচ, মৃত্যুর দু’মাস পেরিয়ে গেলেও ধোঁয়াশা যেন কাটছেই না।
What's Your Reaction?