এবার ট্রেনের টিকিটের কোনো কালোবাজারি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারেন সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারেন সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করবো, আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবেন। আজকে এখন পর্যন্ত ৩১টি ট্রেন ছেড়ে গেছে। ৪ থেকে ৫টি ট্রেন ৫/৬ মিনিট দেরি হয়েছে। বাকি ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে গেছে। আরও ৩৫টি ট্রেন যাবে। এগুলো আমার মনে হয় আল্লাহই দিলে লেট হবে না, টাইমলি যাবে।
ট্রেনের টিকিট কালোবাজারির এক প্রশ্নে তিনি বলেন, এবার ট্রেনের টিকিটের কোনো কালোবাজারি হয়নি। তবে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট নিয়ে একটু সমস্যা হয়। স্ট্যান্ডিং টিকিট যেন ২৫ শতাংশের ওপরে না দেওয়া হয়।
- আরও পড়ুন
- অভিযোগ থাকলে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেবো
- ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা
- ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল
তিনি আরও বলেন, ট্রেনের ছাদে যেন কোনো যাত্রী না ওঠে। এ জন্য যথাসাধ্য চেষ্টা করছি। কমলাপুর থেকে ছাদে যাত্রী না ওঠলেও বিমানবন্দর স্টেশন থেকে যাত্রী না ওঠার জন্য নির্দেশনা দেওয়া হবে।
জোর করে পশু নামালেই ব্যবস্থা
ট্রাক থেকে জোর করে পশুবাহী ট্রাক নামিয়ে নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ অভিযোগগুলো যেন না আসে সেজন্য আগেই ব্যবস্থা নিয়েছি। প্রতিটি ট্রাকে জানিয়ে দেওয়া হয়েছে যে হাটে যাবে সেই হাটের নাম লেখা থাকবে ট্রাকের সামনে। এরপরেও রাস্তার মাঝখানে কেউ জোর করে থামালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
টিটি/এমএএইচ/জিকেএস

 4 months ago
                        14
                        4 months ago
                        14
                    








 English (US)  ·
                        English (US)  ·