এবার দীঘির সঙ্গে জুটি বাঁধছেন বাপ্পারাজ

2 weeks ago 12

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তার সঙ্গে জুটি বাঁধছেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘বিদায়’-এর মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন এই দুই প্রজন্মের তারকা।

প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, “আমাদের আগের সিনেমা ‘বরবাদ’-এর পরবর্তী প্রকল্পে সিয়ামকে নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল। আপাতত সেটি স্থগিত রেখে এখন বাপ্পারাজ ও দীঘিকে নিয়ে ‘বিদায়’ ছবির কাজ শুরু করেছি। এটি মানবিক ও সচেতনতামূলক একটি গল্প, যা পরিবার নিয়ে দেখার মতো।”

গত শুক্রবার থেকে সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ছবির শুটিং। সোমবার থেকে চলছে বাপ্পারাজের অংশের দৃশ্যধারণ। ছবিতে চেয়ারম্যানের চরিত্রে দেখা যাবে তাকে। শুটিংয়ে আরও যুক্ত হয়েছেন ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদসহ একাধিক পরিচিত মুখ।

সিনেমার গল্প সম্পর্কে বাপ্পারাজ জানিয়েছেন, “চুক্তির শর্ত অনুযায়ী আপাতত সিনেমা নিয়ে কথা বলা নিষেধ। শুটিং শেষ করে মাসের শেষে বিস্তারিত জানাতে পারব।”

প্রযোজনা সূত্রে জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে সুনামগঞ্জে। এরপর মধ্যপ্রাচ্যের একটি দেশেও কিছু অংশের শুটিং হবে। গল্পে দেখা যাবে, এক প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন ও সেই যাত্রাপথের মানবিক টানাপোড়েন।

প্রযোজক শাহরিন বলেন, “অনেকে জানতে চান, আমাদের ছবির নায়ক কে? আমি বলব, এই ছবির গল্পই আসল নায়ক। আমরা এমন একটি সিনেমা বানাতে চাই, যা দর্শকের মনে মানবিকতার বার্তা পৌঁছে দেবে।”

‘বিদায়’ ছবিটি আগামী ঈদ বা বছরের অন্য কোনো উৎসব মৌসুমে মুক্তির লক্ষ্যে তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রযোজক।

Read Entire Article