জার্মান লোক সংস্কৃতির জনপ্রিয় চরিত্র রাপঞ্জেল। সে অদ্ভূত ক্ষমতাধর একঝাঁক সোনালী চুলের অমর রাজকন্যা। একটি যাদুকরী ফুলের মাধ্যমে তার জন্ম। এক মন্দ রানী সেই ফুলটি চুরি করে রাপঞ্জেলকে জন্ম দেয়। তারপর তাকে একটি উঁচু টাওয়ারে বন্দী করে রাখে যাতে তার যাদুকরী ক্ষমতাগুলো অন্য কারও হাতে না আসে। বন্দী রাজকন্যার ক্ষমতাগুলো উপভোগ করতে থাকে তার মা।
রাপঞ্জেল জানে না যে সে একজন রাজকুমারী। একদিন এক চোর, ফ্লিন রাইডার, রাপঞ্জেলের টাওয়ারে পালিয়ে আসে রাপঞ্জেলকে উদ্ধার করে। রাপঞ্জেল তার প্রকৃত পরিচয় আবিষ্কার করে এবং নিজের স্বাধীনতা অর্জন করার চেষ্টায় অভিযান শুরু করে। এই গল্পটি অনেক পুরনো এবং এটি পৃথিবীজুড়ে জনপ্রিয়। ডিজনি ‘ট্যাঙ্গলড’ চলচ্চিত্রের মাধ্যমে রাপঞ্জেল নতুন প্রজন্মের মধ্যে আরও পরিচিত হয়ে উঠেছে।
ডিজনি তাদের জনপ্রিয় অ্যানিমেটেড ছবি ‘ট্যাঙ্গলড’ ছবিটি ২০১০ সালে মুক্তি দেয়। সেটি খুব ভালো ব্যবসা করেছিল বক্স অফিসে। বিশ্বব্যাপী প্রায় ১ বিলিয়ন ডলার আয় করে বড় সাফল্য অর্জন করেছিল। পরে একটি শর্ট ফিল্ম, একটি টিভি সিনেমা এবং একটি টিভি সিরিজ তৈরি করা হয় চরিত্রটিকে নিয়ে।
তবে বড় পর্দায় কোনো সিক্যুয়েল বা রিমেকে দেখা যায়নি রাপঞ্জেলকে। দীর্ঘ ১৪ বছর পর আবারও সুন্দরী রাজকন্যা রপাঞ্জেলকে দেখা যাবে বড় পর্দায়। সেটাও হবে রক্ত মাংসের কোনো সুন্দরীকে দিয়ে, অ্যানিমেটেড নয়।
ডেডলাইন বলছে, ‘ট্যাঙ্গলড’-এর লাইভ-অ্যাকশন রিমেক ঘোষণা করেছে ডিজনি। এই ছবির পরিচালনা করবেন ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’ ছবির পরিচালক মাইকেল গ্রেসি। তিনি বর্তমানে এই প্রজেক্টে কাজ করার জন্য আলোচনা চালাচ্ছেন। ছবির স্ক্রিপ্ট লিখেছেন ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির চিত্রনাট্যকার জেনিফার কাইটিন রবার্টসন।
ডিজনি বর্তমানে ‘মোআনা’-এর লাইভ-অ্যাকশন রিমেকের কাজও করছে। ডোয়াইন জনসন এতে অভিনয় করেছেন।
এদিকে পরিচালক মাইকেল গ্রেসি বর্তমানে ‘বেটার ম্যান’ নামক রবি উইলিয়ামসের বায়োপিকের কাজ নিয়ে ব্যস্ত। এটি ২৬ ডিসেম্বর যুক্তরাজ্যে মুক্তি পাবে। এরপর আসবে বিশ্বব্যাপী। তিনি ‘নেভারমোর’ নামে একটি শিশুতোষ বইয়ের গল্প অবলম্বনে একটি সিনেমা এবং লুসিয়ানো প্যাভারত্তির জীবনের উপর একটি ছবি পরিচালনা নিয়েও পরিকল্পনা করছেন।
তাই এসব কাজ শেষ করে ‘ট্যাঙ্গলড’- এর লাইভ-অ্যাকশন রিমেকটি তিনি কবে শুরু করবেন সে নিয়ে কোনো নিশ্চিত তথ্য মেলেনি। তবে ধারণা করা হচ্ছে ২০২৬ সালে মুক্তির প্রত্যাশাতে ছবিটির
নির্মাণকাজ কাজ শুরু হবে।
এলএ/জিকেএস