‘এবার নাচ-গান হাসি-ঠাট্টা আর মূর্খের সংসদ হবে না’
এবার আর নাচ-গান, হাসি-ঠাট্টা আর মূর্খের সংসদ হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে, তাই এবার যোগ্য সংসদ তৈরি হবে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে নাটোর শহরের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, ‘বিগত ১৫ বছরে আওয়ামী লীগ পৌনে দুই কোটি ভুয়া ভোটার তৈরি করেছে। এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে। এই সংস্কার যেন কোনো ষড়যন্ত্রের কাছে হারিয়ে না যায়।’
আগামীতে একটি আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা দরকার বলেও উল্লেখ করেন তিনি।
নাটোর জেলা আমির ড. মীর নূরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।