এবার নাহিদা-সোবহানারাও হারল যুবাদের কাছে

6 hours ago 3

আইসিসি নারী বিশ্বকাপের আগে বিশেষ প্রস্তুতিমূলক সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেটাররা। এই সিরিজে জাতীয় দলকে ভাগ করা হয়েছে দুটি দলে—লাল ও সবুজ। তৃতীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে রাখা হয়েছে বিসিবির অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল। শুরু থেকেই এ সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও মাঠের ফলাফলে সেই বিতর্ক আরও তীব্র হচ্ছে। নিগার সুলতানা জ্যোতির লাল দলকে হারানোর পর এবার নাহিদা আক্তারের সবুজ দলকেও হারিয়েছে কিশোররা। বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৪১ রানের জয় পেয়েছে অনূর্ধ্ব-১৫ দল।

প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে যুবদল। বৃষ্টি-আইনে নারী সবুজ দলের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০ ওভারে ১৭৭ রান। কিন্তু ঝিলিক (৫১) ও সোবহানা মোস্তারির (৩৫) প্রতিরোধ সত্ত্বেও দল গড়তে পারেনি প্রয়োজনীয় রান। নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেটে থেমে যায় ১৩৫ রানে।

এর আগে অনূর্ধ্ব-১৫ ছেলেদের ইনিংসে খেয়াল রায় ওম খেলেন ঝলমলে এক ইনিংস—৯৯ বলে ৮২ রান। তাকে সঙ্গ দেন ইরফান (৪৮) ও বায়োজিদ (২১*), যা দলকে দেয় প্রতিযোগিতামূলক সংগ্রহ। নারী সবুজ দলের হয়ে রাবেয়া খান নিয়েছেন ৪ উইকেট, সুলতানা পেয়েছেন ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে নাহিদারা। ১৩ রানে হারায় দুই ওপেনার শারমিন সুপ্তা (১) ও দিলারা আক্তারকে (৬)। এরপর ঝিলিক-সোবহানা জুটি দলকে আশা জাগালেও শেষ পর্যন্ত ভাঙে প্রতিরোধ। ম্যাচ জেতার জন্য শেষ ৩৬ বলে প্রয়োজন ছিল ৭২ রান, তখনই সোবহানা ক্যাচ তুলে ফেরেন। ঝিলিকও শিগগির বিদায় নিলে শেষ পর্যন্ত ব্যর্থ হয় সবুজ দল।

অনূর্ধ্ব-১৫ দলের হয়ে মাহিন হোসেন আলিফ, আদিব ও আব্দুল্লাহ নেন দুইটি করে উইকেট।

Read Entire Article