বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন বলেছেন, এখন আমাদের এগিয়ে যেতে হবে, কোনো অবস্থায় পিছিয়ে আসা যাবে না। যদি এবার আমাদের ভুলের জন্য পিছিয়ে পড়ি, তাহলে চিরদিনের জন্য জাহান্নামে চলে যাবো। আমরা জাহান্নামে যেতে চাই না। লড়াইয়ের মাধ্যমে এদেশে গণতন্ত্র কায়েম করবো।
বুধবার (৬ আগস্ট) বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নাল আবেদীন আরও বলেন, ‘সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা বলেছে। গণতন্ত্রের মধ্য দিয়ে সবার মতামত নিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু এরইমধ্যে এ সরকারকে এলোমেলো করে দিতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।’
আওয়ামী সরকারের সময়ে নানা নির্যাতনের কথা তুলে ধরে বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ করে রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছি। এরপর আপনাদের সেবায় রাজনীতি করেছি। শেখ হাসিনার আমলে আমার বাড়িঘরে একাধিকবার হামলা হয়েছে। আমাকে পালিয়ে থাকতে হয়েছে। কিন্তু যতক্ষণ বেঁচে আছি এ লড়াইয়ের ময়দানে আপনাদের সঙ্গে থাকবো।’
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সদস্য আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ খালেক প্রমুখ।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস