এবার বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পাবেন ফেসবুকে

1 hour ago 4

ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি শুধু অনুভূতি শেয়ার করার জায়গা নয়। এখান থেকে আয় করা যায়, জানা যায় অনেক খবর। এখন তো পছন্দের পাত্র-পাত্রীও পাবেন ফেসবুকে।

না আপনাকে কিছু করতে হবে না। এখানে ঘটক পাখি ভাইয়ের অবতারে থাকে ফেসবুক নিজেই। ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য ফিচার যুক্ত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো ফিচার বিদায় নিয়েছে। এবার মেটার দুই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট আপনার জন্য উপযুক্ত পাত্র-পাত্রী খুঁজে দেবে ফেসবুক থেকেই।

একটির নাম ডেটিং অ্যাসিস্ট্যান্ট, অন্যটি মিট কিউট। প্রথমটি সরাসরি আপনার পছন্দ অনুযায়ী ফেসবুক ঘেঁটে সম্ভাব্য প্রোফাইলগুলো খুঁজে দেবে। এক্ষেত্রে আপনি তাকে নির্দিষ্ট প্রম্পটও দিতে পারবেন। যথা ‘ফাইন্ড মি আ বরিশাল/ঢাকা গার্ল/বয়।’ সেই প্রম্পট মেনে এআই অ্যাসিস্ট্যান্ট খুঁজে দেবে পছন্দের নারী বা পুরুষ।

আরেকটি চ্যাটবট মিট কিউট। এই ফিচারের আবার অন্যরকম কাজ। অটোমেটিক্যালি আপনার প্রোফাইলের সঙ্গে মিল আছে এমন সঙ্গী/সঙ্গিনী খুঁজে দেবে এটি। নিজের ‘স্পেশাল অ্যালগরিদম’ অনুসরণ করে। সোয়াইপ করার ক্লান্তি দূর করতে এই চ্যাটবটগুলো সাহায্য করবে। পাশাপাশি দেবে প্রথম ডেটিং টিপস এবং ডেটিং প্রোফাইল উন্নত করার পরামর্শ।

এবার জেনে নিন কীভাবে এটি ব্যবহার করবেন। ‘ম্যাচেস’-এ ট্যাব করে ‘পার্সোনালাইজড প্রম্পটস’-এ নিজের পছন্দ লিখতে হবে। এরপরই দেখবেন, আপনার চ্যাটবট আপনাকে তার মতো করে বেছে দেবে পছন্দের সঙ্গী/সঙ্গিনী। তবে আপাতত কেবল আমেরিকা ও কানাডাতেই এই ফিচারগুলো মিলবে। ধীরে ধীরে সারা বিশ্বেই এটি পাওয়া যাবে।

আরও পড়ুন
ফেসবুক অ্যাকাউন্টকে পেজে রূপান্তরিত করবেন যেভাবে
রিলস হিসেবে দেখাবে ফেসবুকের সব ভিডিও

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/এএসএম

Read Entire Article