এবার বোমা আতঙ্কে এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ

2 months ago 52
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে শুক্রবার বোমার হুমকিতে জরুরি অবতরণ করতে হয়েছে। খবর রয়টার্সের।  কর্তৃপক্ষ বলেছে, এআই ৩৭৯ ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) ফুকেট বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওড়ার অল্পক্ষণ পরই বিমানে বোমার হুমকির তথ্য আসে। নিরাপত্তার কারণেই পাইলট ঘুরে আবার ফুকেটে অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানটি নিরাপদে অবতরণের পর ১৫৬ জন যাত্রীকে বিশেষ ব্যবস্থায় বাইরে নিয়ে যাওয়া হয়। থাই কর্তৃপক্ষ বলেছে, যাত্রী ও ক্রু সবাই নিরাপদ রয়েছে। এর আগে বৃহস্পতিবার (১২ জুন) ভারতের আহমেদাবাদে আরেকটি এয়ার ইন্ডিয়া বিমানে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২৪০ জনেরও বেশি যাত্রী প্রাণ হারান। তার একদিন পরই বোমা আতঙ্কে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণের ঘটনা ঘটল।  এ বছর ভারত ও আশেপাশের দেশে বিমান ও বিমানবন্দরে অনেক ভুয়া বোমার হুমকিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তথ্য অনুযায়ে, ২০২৩ সালের প্রথম ১০ মাসে প্রায় ১০০০টি এরকম কল ও বার্তা এসেছে, যা ২০২২ সালের চাইতে অনেক গুণ বেশি। এ বিষয়ে এয়ার ইন্ডিয়া বা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আর তথ্য প্রকাশ করেননি।  
Read Entire Article