এবার মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেবে ইরান

2 months ago 47
ইরান ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর পরিকল্পনা করছে। ইরানের সামরিক নেতৃত্বের পরিকল্পনার সঙ্গে পরিচিত একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে শনিবার ফার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্পুটনিক ইন্টারন্যাশনাল। এক সূত্র সংস্থাটিকে জানিয়েছে, ইহুদিবাদী [ইসরায়েলি] সরকারের আগ্রাসনের ফলে শুরু হওয়া যুদ্ধ এই সরকারের দখলকৃত সব অঞ্চল এবং এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ছড়িয়ে পড়বে। আক্রমণকারীরা ইরানের কাছ থেকে একটি বড় আকারের প্রতিক্রিয়া পাবে। ইরানের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা আরও জানায়, আরেশ আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছিল। ড্রোনগুলো ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছাতে পেরেছে এবং এগুলোর পরিচালনাকারীদের দ্বারা নির্ধারিত লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম হয়েছিল বলেও প্রতিবেদনে বলা হয়। এদিকে ইরান বলছে, তারা ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাবে এবং আগে নেওয়া সিদ্ধান্তের মধ্যে নিজেদের আর সীমাবদ্ধ রাখবে না। এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বা ফ্রান্স হস্তক্ষেপ করলে, এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে
Read Entire Article