এবার মার্কিন পণ্যের ওপর শুল্ক বসাবে কানাডা

5 hours ago 3
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর, এর প্রতিক্রিয়ায় মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই শুল্ক বৃদ্ধি বাণিজ্য যুদ্ধের রূপ নিতে পারে, যা বিশ্বব্যাপী পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। কানাডা সরকার মার্কিন পণ্যের একটি বিশদ তালিকা প্রস্তুত করেছে, যাতে ওই পণ্যগুলোর ওপর শুল্ক আরোপ করা হবে। এ বিষয়ে কানাডার কর্মকর্তারা জানিয়েছেন, এই শুল্ক আরোপের মাধ্যমে তারা ট্রাম্পের কাছে একটি রাজনৈতিক বার্তা পৌঁছাতে চাচ্ছে। তালিকায় অন্তর্ভুক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে- অ্যালকোহলযুক্ত পানীয় যেমন- বার্বন এবং জ্যাক ড্যানিয়েলস, বিভিন্ন আসবাবপত্র, সিরামিক ও স্টিল পণ্য, কমলার রস এবং পোষা প্রাণীর খাবার। শুল্কযুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা জ্বালানির ওপরও শুল্ক বসানো হতে পারে বলে জানিয়েছে কানডার সরকারি কর্মকর্তারা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি শুক্রবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের (শুল্কযুদ্ধের জন্য) প্রস্তুত থাকতে হবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের কথাগুলো আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপ করলে এর পরিণতি কী হবে, তা ট্রাম্প এবং তার উপদেষ্টাদের অবশ্যই জানা উচিত। এদিকে, কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিজনেস কাউন্সিল অব কানাডার সিইও গোল্ডি হাইডার সিএনএনকে বলেন, তার সংগঠনের সদস্য কানাডার শীর্ষ সিইওরা সম্প্রতি সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক নিয়ে মতামত দেওয়ার জন্য ডাক পেয়েছেন। এই পরিস্থিতি কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
Read Entire Article