এবার রিপন মিয়ার বিষয়ে মুখ খুললেন বাবা
‘হ্যালো বন্ধুরা, আই এম রিপন ভিডিও’— সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ডায়ালগ শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সহজ-সরল জীবনযাপন ও জীবনমুখী কথাবার্তার কারণে হঠাৎ করেই সবার প্রিয় হয়ে ওঠেন রিপন মিয়া। এবার সেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে তার পরিবারকে হেনস্তার অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সারা দিন তাকে নিয়ে ছিল আলোচনা-সমালোচনা। একদিকে রিপন মিয়াকে নিয়ে টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসা অভিযোগ, অন্যদিকে তার মায়ের কাছে গিয়ে কান্না করা রিপনের ভিডিও— দুই বিপরীত দৃশ্য একসঙ্গে নাড়া দিয়েছে পুরো সামাজিক যোগাযোগমাধ্যমকে।
এবার এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন রিপন মিয়ার বাবা। নতুন এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, রিপন মিয়া আমদের ভরণপোষণ দেন না- এমন অভিযোগ সত্য না। বলেন, তার ছেলে সব দিক থেকে ভালো। মিডিয়া রং ছড়িয়েছে- এমন দাবি করে জানান, এমন রং ছড়ানোর কোনো মানে নেই।
রিপনের বাবা বলেন, ‘আল্লাহ দুইটা গরু দিসে, লাখ টাকার সম্পদ দিসে, আমি চলতে পারতেসি। ছেলের কাছে আমি যাই না। এর পরেও আমারে রাস্তাঘাটে পাইলে পাঁচশ/এক হাজার দিতেই আছে। তিনশও দিচ্ছে। হ্যায় বিদেশতন আয়া আমারে সেলাম করতাসে, সেলাম কইরা আমার পাও হ্যার মাথাত উঠাইতে হইবো। আমার ছেলে খারাপ কোনহান দিয়া, আমি তো খারাপ পাইনাই।’
রিপনের মায়ের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ওর মা বলসে একটা কথা, কষ্ট করে মানুষ করসে, এইটাই স্বাভাবিক, সে বলতেই পারে। রিপনকে নিয়ে টিভিতে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্য কিনা এমন প্রশ্নে রিপনের বাবা বলেন, ‘এমন কথা সত্যি না, তারা আমার ছেলের খারাপ (খারাপভাবে উপস্থাপন) করসে।’
রিপন এখনো কাঠমিস্ত্রীর কাজ করে জানিয়ে তিনি আরও বলেন, আমার ঘরের টিনও সে লাগিয়ে দিয়ে গেছে। হেয় কি সব ভরণপোষণ নিতে পারবে। তার মাকেও টাকা দিচ্ছে। আমার ছেলে-মেয়েরা ভালো।