এবার শিবির জিতলে দুই ক্যান্টিনে বিনামূল্যে খাবার দেওয়ার ঘোষণা বনি আমিনের

4 hours ago 3

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়লাভ করলে ঢাবির ভেতরে দুটি ক্যান্টিনে বিনামূল্যে খাবার দেওয়ার ঘোষণা দিয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিন। 

শনিবার (০৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে এ ঘোষণা দেন তিনি। 

তিনি বলেন, ডাকসুতে ছাত্রশিবির বিজয়ী হলে ছাত্র সংসদ যতদিন কার্যকর থাকে, ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে দুটি ক্যান্টিনে মাসব্যাপী বিনামূল্যে সকালের নাস্তার ব্যবস্থা আমি করে দেব। তবে যখন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে তখন না। 

বনি আমিন বলেন, অনেকেই বলেন আপনি তো বিদেশে থাকেন, বাংলাদেশের নাগরিকই না। তাহলে আপনি তাদের নিয়ে কেন ভাবেন? কেন সেখানকার রাজনীতি নিয়ে আপনি চিন্তা করেন? কিন্তু বাংলাদেশের লোক এটা বোঝে না। এটা দেশের প্রতি আমার একটা দায়। জন্মভূমির প্রতি আমার দায় থাকবেই। আমি সেই দেশের নাগরিক নাও হতে পারি তবে আমার জন্ম দায় বলে তো একটা কথা আছে। বাংলাদেশ আমার নাড়ি পোঁতা দেশ। 

তিনি বলেন, আগামী ৯ তারিখে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে যারা আছে আমি ব্যক্তিগত, পরোক্ষ বা প্রত্যক্ষ তাদের কাউকেই চিনি না। তারপরও আমি নিশ্চিত জানি এই প্যানেলে ভুল কাউকেই অন্তর্ভুক্ত করা হয়নি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই ডাকসুতে আপনি কোনো সৎ ভিপি, জিএস পাননি। এবার আপনারা পেতে পারেন। একটা সুযোগ আপনাদের এসেছে। 

বনি আমিন আরও বলেন, আপনারা যদি আমার পছন্দের প্যানেলকে বিজয়ী করেন, এই প্যানেলের মেয়াদ যতদিন কার্যকর থাকবে ততদিন প্রতি বছর একজন ছাত্র এবং একজন ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়াতে পড়ালেখার জন্য আনব। আমি আবারও বলছি এই প্যানেল যতদিন কার্যকর থাকবে ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যান্টিনে পুরো মাসব্যাপী সবসময় সকালের নাস্তার ব্যবস্থা আমি করে দেব।      

Read Entire Article