এবার সিএনজি অটোরিকশার চালকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

1 month ago 22

মহাসড়কসহ সব সড়কে সিএনজি চলাচলের দাবি জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে ৩ কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার সময় মহাসড়কের মৌচাক টার্নিং অংশে সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কাঁচপুরে এসে জড়ো হন।

সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক-চালক সমিতির ব্যানারে প্রায় ৫০ জন চালক মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কে চিটাগাংরোড থেকে সোনারগাঁ অংশের প্রায় ৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারী যাত্রী ও চালকরা।

সড়ক অবরোধকারী চালকদের দাবি, সকল মহাসড়ক এবং সড়কে সিএনজি অটোরিকশা চলতে দিতে হবে। তাদের গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু কর্মকর্তারা টাকার বিনিময়ে কিছু সংখ্যক গাড়ি চলতে দিলেও সব সিএনজিকে মামলা দিচ্ছেন।

এবার সিএনজি অটোরিকশার চালকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চালক আশরাফ বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বো না। আমাদের সকল মহাসড়ক কিংবা আঞ্চলিক সড়কে চলাচল করতে দিতে হবে।

তবে কয়েকজন যাত্রী বলেন, যে যেভাবে যেখানে পারছে আন্দোলনে নেমে যাচ্ছে। প্রায় ৪০ মিনিটের বেশি সময় ধরে কাঁচপুর ব্রিজে আটকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত হাতে এদের জবাব দেওয়া উচিত।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জানান, সিএনজি অটোরিকশার চালকরা ১০ মিনিট চিটাগাংরোড নেমেছিলেন। পরবর্তীতে তারা এখন কাঁচপুর গেছে। আমাদের এখানে যানজট নেই।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, তারা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা কথা বলছি তাদের সঙ্গে। আমরা চেষ্টা করছি সড়ক থেকে তাদের সরিয়ে দিতে।

মো. আকাশ/এফএ/এমএস

Read Entire Article